৫ নভেম্বর ২৪, টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েট ফেনীর বৃত্তি পরীক্ষা আগামী ২২ নভেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে বারোটা পর্যন্ত ফেনী শিশু নিকেতন কালেক্টর স্কুল এবং সিলোনিয়া উচ্চ বিদ্যালয়, আলী আজ্জম হাই স্কুল এন্ড কলেজ ও ছাগলনাইয়া পাইলট হাই স্কুলে অনুষ্ঠিত হইবে।
উক্ত প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর মেধাবী ও গরিব শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারিবে।
টিচার্স ওয়েলফেয়ার সোসিয়েট ফেনী গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য ১৯৯০ সাল থেকে ফেনীতে প্রতিযোগিতা মূলক বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে এককালীন বৃত্তি প্রদান করে আসছেন।
ফেনীর কৃত সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব বদবুল বারী চৌধুরী, ডঃবেলাল উদ্দিন আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদশহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও বিশিষ্ট বাম রাজনীতিবিদ আলহাজ্ব কফিল উদ্দিন আহমেদসহ ফেনীর বিত্তবানরা উক্ত বৃত্তির অর্থায়ন করে আসছেন।
ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাইস্কুল, কলেজ ও মাদ্রাসার এবং প্রাথমিক বিদ্যালয় ও অবসর প্রাপ্ত শিক্ষকরা উক্ত বৃত্তি পরীক্ষার সাথে জড়িত থেকে শ্রেণিকক্ষের বাহিরে সামাজিক কর্মকান্ড হিসেবে দীর্ঘদিন উক্ত বৃত্তি পরীক্ষা পরিচালনা করে আসছেন।
টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েট ফেনীর সভাপতি মমিনুল হক ও সাধারণ সম্পাদক এডভোকেট খোরশেদ আলম খন্দকার উক্ত বৃত্তি পরীক্ষাকে সুন্দরও সফল করার জন্য সকল স্তরের শিক্ষকদের সহযোগিতা কামনা করেছেন।
বৃত্তি পরিচালনা কমিটি ও পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করবেন বারাইপুর আইডিয়াল একাডেমীর সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ মানিক।
উক্ত বৃত্তি পরীক্ষায় সার্বিককভাবে সহযোগিতা করবেন বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলা শাখা।